নীলফামারীতে প্রকৃত ঔষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময়।

প্রকাশিত: ১১:১২ অপরাহ্ণ, মে ২৮, ২০২২
এ জি মুন্না/নীলফামারী প্রতিনিধিঃ বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির প্রকৃত ঔষুধ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের স্কাইভিউ কমিউনিটি সেন্টারে  বাংলাদেশ কেমিস্টস্  এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি’র পৌর শাখার আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী চেম্বার অব কমার্স  এ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি ও সদস্য বাংলাদেশ কেমিস্ট এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি সদস্য প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু।
এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি আহবায়ক  মোঃ রবিউল ইসলাম, যুগ্ম আহবায়ক মোঃ সাজ্জাদুর রহমান, মোঃ শফিকুল আলম, মোঃ লতিফুল করিম ও সদস্য মোঃ আকবার আলী প্রমূখ।
আকবার আলী বলেন, ১২/০২/২০২২ ইং তারিখে বাংলাদেশ কেমিস্টস্ এ্যান্ড ড্রাগিস্টস্ সমিতির গঠনতন্ত্রের ১৫-ধারার ক্ষমতাবলে সমিতির নীলফামারী জেলা শাখার পূর্বের মেয়াদ উত্তীর্ণ কমিটি ভেঙে দিয়ে নতুন করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেয়। এটি হল নীলফামারী জেলার প্রকৃত কমিটি।



error: Content is protected !!