ঝিনাইদহে মারা যাওয়া ব্যাংক কর্মকর্তার করোনা পজেটিভ ছিল

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

মোঃ শহিদুল ইসলাম, ঝিনাইদহ জেলা প্রতিনিধি

গত ১৩ জুন ঝিনাইদহে করোনা উপসর্গ নিয়ে মারা যান ফয়েজ উদ্দীন নামের এক ব্যাংক কর্মকর্তা । মৃত্যুর একদিন আগে তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় ।

মঙ্গলবার রিপোর্টে তার করোনা পজেটিভ আসে । এরপর তার বাড়িটি লকডাউন ঘোষনা করেছে উপজেলা প্রশাসন । এ ছাড়া তার পরিবার ও দাফন কাজে অংশ নেয়া সদস্যদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।

নিহত ওই ব্যাংক কর্মকর্তা কালীগঞ্জ উপজেলার কুল্যাপাড়া গ্রামের হেদায়েত মোল্লার ছেলে । মারা যাওয়ার তিন দিন আগে ঢাকা থেকে সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে বাড়িতে আসেন । এরপর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকার একটি বেসরকারী ব্যাংকে চাকরি করতেন ।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সুলতান আহমেদ জানান, মৃত ব্যক্তি শুক্রবার সকালে নমুনা দিয়েছিলেন । এরপর ওই দিন দিবাগত রাত ১টার দিকে তিনি মারা যান ।

ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, মঙ্গলবার ঝিনাইদহ জেলায় নতুন করে আরও দুইজন করোনায় আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে । এর মধ্যে ব্যাংক কর্মকর্তা ফয়েজ আগেই মারা যান । বাকি একজন জেলার মহেশপুর উপজেলা বাসিন্দা।

এ নিয়ে জেলায় মোট ১০৩ জন করোনায় আক্রান্ত হলেন। এর মধ্যে মারা গিয়েছে দুইজন এবং সুস্থ হয়েছেন ৪৩ জন।




error: Content is protected !!