কুয়াকাটায় ৫০ পিচ ইয়াবাসহ মাদক চক্রের ২ সদস্য গ্রেফতার করলো পুলিশ ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে ৫০ পিচ
ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।
শনিবার দুপুরের দিকে কুয়াকাটা এশা কটেজ নামের আবাসিক হোটেল থেকে মো:
রায়হান (৩০) ও মো: নাইম হোসেন পিংকি (৩০) কে ৫০ পিচ ইয়াবাসহ গ্রেফতার
করেছে মহিপুর থানা পুলিশ। মহিপুর থানার এস, আই মো: হালিম ও এস, আই মন্নান
এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য
আইনে মামলা দায়ের করে রবিবার তাদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্র ও এস, আই মো: হালিম এ প্রতিবেদককে জানান, দীর্ঘদিন ধরে
একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে মহিপুর মাদক ব্যবসা চালিয়ে আসছিলো। মহিপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো: আবুল খায়েরের মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স নির্দেশনায় বিভিন্ন কৌশালে এই সংঘবদ্ধ মাদক
কারবারিরেদর ধরার চেস্টা চালিয়ে আসছিলো মহিপুরর থানা পুলিশ। শনিবার গোপন
সংবাদের ভিত্তিতে তারা এই আবাসিক হোটেলে অভিযানে চালনা করে ৫০ পিচ
ইয়াবাসহ দুইজনকে গেফতার করা হয়। এছাড়াও গ্রেফতারকৃতরা মহিপুর মাদক
ব্যবসার সাথে পূর্ব থেকেই জড়িত। তাদের বিরুদ্ধে মহিপুর থানায় আগে থেকেই
একাধিক মাদক মামলা আছে বলে তিনি জানান।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার মো: আবুল খায়ের
গনমাধ্যমকে বলেন, আমি এ থানায় দ্বায়িত্ব নেযার পরই মহিপুরে মাদকের
বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। এ অভিযান তারই অংশবিশেষ। তিনি
বলেন, মাদক কারবারিরা যতোই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেয়া হবেনা,
যেখানেই মাদক সেখানেই অভিযান পরিচালনায় বদ্ধপরিকর মহিপুর থানা পুরিশ এবং
ভবিষ্যতে এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।