মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে চাঁদাবাজি ও চুরির মামলায় জেল থেকে বের হয়ে এক শিক্ষা কর্মকর্তাকে প্রকাশ্যে হাতুড়ি পেটা করেছে ফজলে এলাহী নামে এক যুবক। শুক্রবার (৩ জুন) জুমার নামাজের পর জেলা শহর মাইজদীর রশিদ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবদুর রব নোয়াখালী সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।শিক্ষা কর্মকর্তা জানান, চলতি বছরের শুরুতে রশিদ কলোনি এলাকায় তিনি একটি বসত বাড়ি নির্মাণ করেছেন। নির্মাণ কাজ শুরু করার পর থেকে স্থানীয় বখাটে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না দেয়ায় তারা তার বেশ কিছু নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। এসব ঘটনায় তিনি সুধারাম মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ ফজলে এলাহীকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করেন। গত কয়েকদিন আগে এলাহী জেল থেকে জামিনে ফিরে এসে তার সহকারীদের নিয়ে আবার এ শিক্ষা কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকি দিয়ে আসছে। তারই জের ধরে শুক্রবার তিনি তার ছেলেকে নিয়ে জুমার নামাজ পড়ে বের হয়ে বাসার দিকে যাওয়ার পথে ফজলে এলাহী ও বাবুসহ কয়েকজন তার পথ রোধ করে এবং তাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করে। এক পর্যায়ে তিনি হাতুড়ির আঘাত ফেরাতে গেলে তার দুই হাতে জখম হয়। এ সময় তার ও তার ছেলের চিৎকারে আশাপাশ থেকে মুসল্লিরা এসে তাকে উদ্ধার করে। তবে হামলাকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তিনি জানান, ঘটনার পর তিনি ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে শুক্রবার রাতে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জানান, ঘটনার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযানও চালানো হয়েছে। তবে আসামীরা গাঁ ঢাকা দেয়ায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।