কলাপাড়ায় বুধবার অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম ॥
রাসেল কবির মুরাদ , কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় ১৫জুন বুধবার
অনুষ্ঠিত হবে মহিপুর থানার ২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। সকাল ৮ টায়
ইভিএম-এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। একটনা চলবে বিকাল ৪ টা পর্যন্ত।
মঙ্গলবার দুপুরের পর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র
পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ ভোট গ্রহনের আনুসঙ্গীক বিভিন্ন সরঞ্জামাদি।
কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা সাংবাদিকদের জনান, সুন্দর, সুষ্ঠু ও
একটি গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে
। ২ ইউনিয়নের নির্বাচনে ১৮ টি ওয়ার্ডের ২২ টি কেন্দ্রে ৬ জন নির্বাহী,
১জন জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য ও
১৭ জন আনসার সদস্য থাকবে। এছাড়া মাঠে ২ টি র্যাবের টিম, ২ প্লাটুন
বিজিবি ও কোষ্টগার্ড মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
উল্লেখ্য, ১৫জুন বুধবার অনুষ্ঠিত এ নির্বাচনে ৩২ হাজার ২ শ‘ ২৫ জন
ভোটারের বিপরীতে ১০ জন চেয়ারম্যান প্রার্থী, ৬৮ জন সাধারন ইউপি সদস্য
প্রার্থী ও ২৬ জন সংরক্ষিত নারী প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।