নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০:৪৯ অপরাহ্ণ, জুন ১৮, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়ন থেকে আইরিন আক্তার (২০) নামে এক আফ্রিকাপ্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১৮ জুন) সকালে বজরা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।আইরিন আক্তার ঘোষকামতা গ্রামের দক্ষিণ আফ্রিকাপ্রবাসী মহিবুর রহমানের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা গেছে, আট মাস আগে মহিবুরের সঙ্গে পারিবারিকভাবে আইরিনের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর পুনরায় নিজের কর্মস্থল আফ্রিকায় চলে যান মহিব। শুক্রবার (১৭ জুন) রাত ১টা পর্যন্ত নিজের ননদ সাথী আক্তারের (স্বামীর বোন) সঙ্গে একই কক্ষে বসে টিভি দেখছিলেন আইরিন। এর মধ্যে মহিবুল কল করলে মোবাইল নিয়ে নিজ কক্ষে চলে যান আইরিন। অনেক সময় পার হলেও টিভিকক্ষে তাকে আসতে না দেখে ওই কক্ষের দিকে এগিয়ে যান সাথী।কক্ষের দরজা খুলে ঝুলন্ত অবস্থায় আইরিনকে দেখতে পেয়ে চিৎকার করেন তিনি। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে আইরিনকে উদ্ধার করে বজরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনমালিন্যের জেরে ঘরের আড়ার সঙ্গে ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন আইরিন।শনিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর মূল কারণ জানা যাবে।



error: Content is protected !!