প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জুন ১৬, ২০২০

কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে বসত:বাড়ী সম্পুর্নরূপে পুড়ে ছাই,আহত-১॥

রাসেল কবির মুরাদ,কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে একটি বসত:বাড়ী সম্পূর্নরূপে পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুনে রীতা বেগম (৩৫) নামে এক গৃহীনি আহত হয়েছে। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে । সোমবার মধ্যো রাতে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আহত রীতা বেগমের স্বামী মো: নুরুল ইসলাম হাওলাদার জানান, রান্না করার সময় গ্যাস পাইপে লিকেজ থাকায় সিলিন্ডারে আগুন ধরে বিস্ফোরিত হয়ে সারা ঘরে
আগুন ছড়িয়ে পড়লে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়ে পুড়ে ছাই হয়ে যায় ।

স্থানীয় বাসিন্দা মো.জহিরুল ইসলাম জানান, গ্যাস ব্যবহারে অভ্যস্ত না থাকায় অসতর্কতার কারনে এমন ঘটনা ঘটেছে । স্থানীয়দের চেষ্টায় আশে-পাশের
বাড়ীতে আগুন ছড়াতে পারেনি বলে তিনি উল্লেখ করেন।

স্থানীয় এলাকাবাসী জানান , বসত:বাড়ি সম্পুর্নরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ায় শ্রেনীভিত্তিক মধ্যোবিত্ত এই পরিবারটি একেবারেই পথে বসে যাওয়ার উপক্রম হয়েছে, তাই সবাই মিলে যদি পরিবারটিকে একটু সাহায্য করা যায় তাহলে আপাতত: এরা বেঁচে যেতে পারে। স্ব-প্রনোদিত হয়ে যদি কেউ সাহায্য করে,সাহায্য পাঠাবার ঠিকানা ঃ- নুরুল ইসলাম হাওলাদার, র্পাসোনাল বকিাশ
নাম্বারে যোগাযোগ করুন।০১৭৪৭৪৩৫৫৯৪ ।




error: Content is protected !!