সিরাজদিখান উপজেলা পরিষদ ও সরকারী অফিস সমূহে প্রবেশের প্রধান সড়কের বেহাল দশা!

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০২২
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারী অফিসে যাতায়াতের প্রধান ও একমাত্র প্রবেশ পথের  তিন রাস্তার মোড়ে ভাঙন ধরে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পরে থাকতে লক্ষ করা যাচ্ছে। উপজেলা সদর রশুনিয়া ইউনিয়নের সিরাাজদিখান-নিমতলা সড়কের চোকদারপাড়া তিন রাস্তার মোড় তথা উপজেলা মোড়ের এ স্থানটি দিয়ে উপজেলা ১৩ টি ইউনিয়নের শহস্রাধিক মানুষ প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন অফিসে যাতায়াত করেন। সেই সাথে সিরাজদিখান উপজেলাসহ আশপাশের বেশ কয়েকটি উপজেলার হাজারো মানুষ এই সড়ক দিয়ে ঢাকা তথা শহরে যাতায়াত করে থাকেন। উপজেলার  ব্যস্ততম সড়ক সমূহের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ  এ সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙনের কবলে পরে বেহাল অবস্থায় পরে থাকতে দেখা গেলেও প্রশাসন থেকে শুরু করে দলীয় নেতাকর্মী এমনকি স্থানীয় জণপ্রতিনিধি কারোরই চোখে পরেনি। ভাঙা এই স্থানটি সংস্কার করা দূরে কথা সংস্কারের কোন প্রকার উদ্যোগ পর্যন্ত নেওয়া হয়নি। এ নিয়ে কারো কোন মাথা ব্যথা নেই বললেই চলে। ফলে ভাঙা স্থানটিতে প্রায় প্রতিনিয়তই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা। এছাড়া ভাঙা এই জায়গাটির কারণে প্রতিনিয়তই  দীর্ঘ যানজনেরও সৃষ্টি হচ্ছে। স্থানীয় লোকজনসহ বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীরা উপজেলার সরকারী অফিস সমূহে প্রবেশের একমাত্র গরুত্বপূর্ণ এই রাস্তাটির ভাঙা স্থানটি যাতে অতি দ্রুত সংস্কার করা হয় সেজন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জণপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছেন।



error: Content is protected !!