শিক্ষক হত্যা, নির্যাতনে কলাপাড়ায় নাগরিক উদ্যোগ ও মানিকমালা খেলাঘর আসরের উদ্যেগে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ শিক্ষক হত্যা ও শারীরিক, মানষিক
নির্যাতন বন্ধের প্রতিবাদে কলাপাড়ায় প্রকিবাদী সমাবেশ ও মানববন্ধন
অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া হাজী ইউনুছ আলী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক
উৎপাল কুমার এর উপর হামলা ও হত্যাকারীদের বিচারসহ দেশের সকল শিক্ষকদের
আত্যাচার ও নির্যাতনের প্রতিবাদে শনিবার শেষ বিকেলে শিক্ষক সমাজ, নাগরিক
উদ্যোগ, মানিকমালা খেলাঘর আসর কলাপাড়া শাখার উদ্যোগে পৌর শহরের মনোহরি
পট্টিতে এ প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধননে কলাপাড়া নাগরিক উদ্যোগের সদস্য শিক্ষক মো: আতাজুল ইসলামের
সঞ্চালনায় নাগরিক উদ্যোগের আহ্বায়ক কমরেড নাসির তালুকদার সভাপতিত্বে
বক্তব্য রাখেন, ধানখালী ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহম্মেদ,
কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, কলাপাড়া
মহিলা ক্লাবের সহ-সভাপতি শিক্ষিকা নমিতা দত্ত, মানিকমালা খেলাঘর আসরের
সভাপতি ও কাউন্সিলর মনোয়ারা বেগম, প্রভাষক মো: আবু সালেহ, মধুখালী
হাইস্কুলের সহকারী প্রধানশিক্ষক আকতারুজ্জামান, খেপুপাড়া মডেল মাধ্যমিক
বিদ্যালয়ের শিক্ষক মো: নুরুল হক, নাগরিক উদ্যোগের সদস্য দিবাকর পিন্টুসহ
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।
এসময় বক্তারা বলেন এই হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক
শাস্তি নিশ্চিত করতে হবে তা না হলে শিক্ষকরা কলাপাড়া থেকেই কঠোর আন্দোলন
শুরু হবে বলে সতর্ক করেন।