কলাপাড়ায় স্কুলমাঠে শুকাতে দেয়া বাদাম নষ্ট করায় শিশু শিক্ষার্থী লিয়নকে মারধর ॥
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় স্কুলমাঠে রোদে শুকাতে দেয়া
বাদাম খেলতে গিয়ে নষ্ট করায় এক শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ আসমা
নামে এক নারীর বিরুদ্ধে। শনিবার দুপুরের দিকে পৌর শহরের মঙ্গলসুখ সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা কলাপাড়া
থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আহত শিশু লিয়ন বিশ্বাস ওই বিদ্যালয়ের
চতুর্থ শ্রেনীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্র আহত শিশু লিয়ন জানায়, সকালে বিদ্যালয়ের মাঠে দিত্বীয়
শ্রেনীর শিক্ষার্থী শাহীনসহ একটি ছোট খেলনা গাড়ি নিয়ে খেলা করছিল তারা
দুজন। এসময় স্কুলের সামনের এক দোকানী মুছার স্ত্রী ওই মাঠে চিনা বাদাম
রোদে শুকাতে দিয়েছিলো। খেলার সময় খেলনা গাড়িটির চাপায় এসময় কিছু বাদাম
নষ্ট হয়ে যায়। এতে ক্ষিপ্ত হয়ে আসমা বেগম লিয়নকে স্বজোরে দুই গালে চর
মারতে থাকে। লিয়নকে মারতে দেখে মাঠে থাকা অন্য শিশুরা এসময় ভয়ে পালিয়ে
যায়। এ মারধরের ফলে শিশু লিয়ন বেশ আহত হয়। পরে তাকে হাসাপাতালে নিয়ে
চিকিৎসা করায় অভিভাবকরা। কান্না জড়িত কন্ঠে এ শিশু শিক্ষার্থী আরো জানায়,
সে আর স্কুলে যাবে না ওই নারী তাকে আবারো মারতে পারে এ ভয়ে।
এবষিয়ে অভিযুক্ত নারীর স্বামী জানান, দুই একটা থাপ্পর দেছে। থানায় যখন
অভিযোগ করছে, থানায় বুজ করব। এক বিচারপতি অলরেডি থানায় ফোন দেছে। আমরাও
থানায় যাই।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, এ
ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা
হবে।