নবীগঞ্জের আজলপুরে একদল লাটিয়াল বাহিনীর কান্ড! দিনদুপুরে জোরপূর্বক প্রবাসীর বাঁশ,গাছপালা কেটে জায়গা দখলের চেষ্টা
স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামে একদল প্রভাবশালী লাটিয়াল বাহিনীর কান্ড! দিনদুপুরে একটি প্রবাসী পরিবারের বাঁশ,গাছপালা কেটে নেয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে৷ এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন স্থানীয় এলাকাবাসী৷
জানাযায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের আজলপুর গ্রামের মৃত এলাইছ মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজ সেবক কয়েছ মিয়ার বাড়ী থেকে ও তার মালিকানাধীন বাঁশঝাড় থেকে ১৩ জুলাই দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে জোরপূর্বক একই গ্রামের ওসমান মিয়ার পুত্র যুক্তরাজ্য প্রবাসী প্রভাবশালী ছাদিক মিয়ার নেতৃত্বে ও তার ভাড়াটে ৮/১০ জন
ভাড়াটে লাটিয়াল বাহিনীর সদস্য কর্তৃক দিনদুপুরে প্রায় অর্ধশতাধিক বাঁশ কেটে নিয়ে যায় লাটিয়াল বাহিনী৷ এসময় তাদের হুমকি ধামকিতে আতংকিত হয়ে পড়েন প্রবাসীর পরিবার৷
এ ঘটনায় প্রবাসী কয়েছ মিয়ার মাতা ছুগেরা বিবি জানান, তাদের প্রতিবেশী ও প্রভাবশালী যুক্তরাজ্য প্রবাসী ছাদিক মিয়া ও তার ভাড়াটে একদল লাটিয়াল বাহিনী কর্তৃক জোরপূর্বক তাদের বাঁশ গাছপালা কেটে নিয়ে জায়গা দখলের চেষ্টা চালাচ্ছে৷ ক্ষয়ক্ষতির পরিমান প্রায় লক্ষাধিক টাকা হবে বলেও
তিনি সাংবাদিকদের জানান৷
তিনি আরো বলেন,এই প্রভাবশালী ছাদিক মিয়া গংদের সাথে তাদের দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলে আসছিল৷ এরই জেরধরে এমন কান্ড ঘটিয়েছেন লন্ডন প্রবাসী ছাদিক মিয়া,এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা প্রায় গৃহবন্দী অবস্থায় রয়েছেন বলেও অভিযোগ করেন,এবং তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন৷
এ বিষয়ে অভিযুক্ত ছাদিক মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের সাথে কথা বলতে অনীহা প্রকাশ করেন, বিধায় তার বক্তব্য পাওয়া যায়নি৷ এব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এ সংক্রান্ত সংবাদ পেয়েছি, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷