সেনবাগে দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২২
মোঃইব্রাহিম নোয়াখালী প্রতিনিধি
 সেনবাগ থানা পুলিশ মোঃ হারুনুর রশিদ (৩৮) নামের এক দিনমজুরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে উপজেলার কাবিলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড ইয়ারপুর মিঝি বাড়ির ছায়েদুল হকের ছেলে।তার  স্ত্রী ৩ ছেলে ও ২ মেয়ে রয়েছে  তার লাশ এক নজর দেখার জন্য এলাকার শতশত নারী-পুরুষ ও বাড়িতে ভিড় জমায়।বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুর ১২টার সময় সেনবাগ থানা পুলিশ একটি আমগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেজন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।সেনবাগ থানা পুলিশ ও নিহতের স্ত্রী বিবি খোদেজা জানায়,বুধবার দিবাগত বৃহস্পতিবার রাত দেড়টার দিকে হারুনুর রশিদ ঘর থেকে বের হয়ে বসতঘরের সামনে পুকুর পাড়ের একটি ছোট আমগাছে ওঠে যায়। এসময় তার বড় ছেলে আবদুল্লাহ আল মামুন তাকে গাছ থেকে নামাতে ব্যর্থ হয়ে গাছটি কাটতে শুরু করে। পরবর্তীতে বাড়ির লোকজন এসে তাকে গাছ থেকে নামিয়ে ঘরে ডুকিয়ে দিয়ে যায়। পরবর্তীতে রাতের কোন এক সময় সে পূনরায় ঘর থেকে বের হয়ে কিছু অংশ কাটা ওই আমগাছে গলায় দড়ি লাগিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। সকালে স্ত্রী ঘর থেকে বের হয়ে তার ঝুলন্ত লাশ দেখে চিৎকার দিলে ঘটনাটি জানাজানি হয়।খবর পেয়ে সেনবাগ থানার এসআই আজমের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌছে দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শর্য্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জানান, এঘটনায় থানায় প্রাথমিক ভাবে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়ণাতদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী আইনী ব্যবস্থা নেওয়া হবে।



error: Content is protected !!