যাদের মদদে শেখমজিবুর রহমানের সপরিবারকে হত্যা করা হয় তারাই শেখ হাসিনাকে হত্যা করতে ছেয়েছিল- এমপি শাওন 

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২২
এনামুল হক রিংকু লালমোহন (ভোলা) প্রতিনিধি
আগস্ট মাস আসলে বিএনপি জামায়াত সন্ত্রাসীরা মাথা চারা দিয়ে উঠে। বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত ও মুুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করতেই সেই দিন  ২১ আগস্ট নারকীয় হামলা করে বিএনপি জামায়াতে সন্ত্রাসীরা। যাদের  মদদে শেখ মজিবুর রহমানের সপরিবারকে  হত্যা করা হয় তারাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে হত্যা করতে ছেয়েছিল। আমাদের সব রাজনৈতিক প্রেরণার উৎস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সব শক্তির আধার বঙ্গবন্ধু কন্যা  দেশরত্ন  শেখ হাসিনা। ২০০৪ সালের ২১ আগস্ট বাংলাদেশকে নেতৃত্বশূন্য করতে বাংলাদেশ  আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় নারকীয় বর্বর গ্রেনেড হামলা করেছিল তৎকালীন সরকারের খুনিচক্র। ১৫ আগস্টের হত্যার বিচার করেছেন এবং ২১ আগস্টের নারকীয় হামলা ও হত্যার বিচার দ্রত বিচারিক কার্যক্রম শেষ করে আসামিদের রায় কার্যকর করার দাবি জানাই ।২১ আগস্ট  খুনিদের বিচার হলে এরকম হত্যা কান্ড আর ঘটবেনা ।
 (২১আগস্ট  রবিবার) সকাল  ১০ টায় উপজেলা আওয়ামী  কার্যলয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী  সংগঠনের আয়োজনে  ২০০৪ সালের  ২১ আগষ্ট বিএনপি-জামাত জোট সরকারের আমলে জাতির পিতার কন্যা, ততকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার উদ্দেশ্য বাংলাদেশ  আওয়ামী লীগের শান্তিপূর্ণ জনসভায় নারকীয়  গ্রেনেট হামলায় নিহতের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত  অনুষ্ঠানে ভার্চ্যুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এ-সব কথা বলেন।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আবদুল মালেক মিয়ার সভাপতিত্বে  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব দিদারুল ইসলাম অরুণ,  রমাগঞ্জ ইউপি চেয়ারম্যান মোস্তফা মাস্টার, তোফাজ্জল উকিল,  যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মনির হাওলাদার, শ্রম বিষয়ক সম্পাদক ছুটু মিয়া, সদস্য  ইব্রাহিম হাওলাদার,  পৌর আওয়ামীলীগের আহ্ববায়ক সফিকুল ইসলাম বাদল, লালমোহন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম,রোকেয়া বেগম, উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক  ইউছুফ মঞ্জু, পৌর যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন মেহের, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক জসিম ফরাজি, উপজেলা  ছাত্র লীগের আহবায়ক মৃূতের্জা সাজিব, কৃষক লীগের সাধারণ সম্পাদক  শাহিন আলম মাকছুদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম ভুট্ট পৌর ছাত্র লীগের সভাপতি অভি পঞ্চায়েত, সহযোগী  সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন  আরজু মুন্সী । অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ শাহেদ আলম ।
এ সময় উপজেলা ও পৌরসভাসহ  বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।



error: Content is protected !!