মাধবপুরে বালু উত্তোলনে, দেড় লক্ষ টাকা জরিমানা রাকিব উদ্দিন লস্কর মাাধবপু হবিগঞ্জ।

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, আগস্ট ২৩, ২০২২

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন পরিবহন ও বিক্রয় করায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত। সে চৌমুহনী ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার কমলানগর গ্রামের বাসিন্দা মোঃ ইদ্রিস আলীর ছেলে এবং বিএনপি চৌমুহনী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক।

গত শনিবার বিকালে মাধবপুর উপজেলার চৌমুহনী মঙ্গলপুর নামক জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন,  পরিবহন, সরকারি কাজে বাধা প্রদান ও সরকারি আদেশ প্রতিপালন না করায়

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলাউদ্দিন এর নেতৃত্বে একটি মোবাইল কোর্টে ওই ব্যক্তিকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৬,১৮৮ এবং বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন জানান, বালি ও মাটি দস্যুদের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে ।




error: Content is protected !!