মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার।
হাবিব হাসান মুন্সীগঞ্জ প্রতিনিধি,
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর মো. সেলিম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে নিখোঁজের ৪০ ঘণ্টা পর মো. সেলিম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তালতলী ডহুরী-খাল থেকে ইছামতীর মুখ থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত সেলিম সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামের সিরাজ শেরু মাঝির ছেলে।
জানা যায়, রোববার (২১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় সিরাজদিখান উপজেলার তালতলা-ডহুরী খালে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা ৫ জনের মধ্যে ৪ জন সাঁতরে তীরে উঠে আসেন। তবে সাঁতার না জানায় সেলিম (২৬) পানিতে তলিয়ে যান। পরে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে মিজানুল হক জানান, সকালের দিকে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে সেলিমের মরদেহ খাল থেকে উদ্ধার করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করি