চাঁদপুরে আইসোলেশনে ১০ ঘণ্টায় ৩ জনের মৃত্যু

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, জুন ১৮, ২০২০

আলমগীর বাবুঃ চাঁদপুর প্রতিনিধি;
চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে ১০ ঘণ্টার ব্যবধানে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী।
বুধবার রাত সাড়ে ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত এ ৩ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে চাঁদপুর সদরে একজন, হাজীগঞ্জে একজন এবং লক্ষ্মীপুর জেলার রায়পুরের একজন।

চাঁদপুর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, জেলার হাজিগঞ্জ উপজেলার বাসিন্দা সুশীল সাহা (৬০) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বুধবার রাত ৮টায় ভর্তি হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তিনি আইসোলেশন ইউনিটে মারা যান।

চাঁদপুর শহরতলির বাবুরহাট এলাকার বাসিন্দা লাভলী আক্তার(৩০) জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে রাত সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি হন।চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টায় তিনি আইসোলেশন ইউনিটে মারা যান।

পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৬০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৭টায় তিনি আইসোলেশন ইউনিটে মারা যান।




error: Content is protected !!