লালমোহনে কোচিংয়ে যাওয়ার সময় নাজমা ও পারভেজ নামে দুই শিক্ষার্থীর উপর হামলার অভিযোগ
লালমোহন(ভোলা) প্রতিনিধিঃ
ভোলার লালমোহন উপজেলাধীন রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে কোচিংয়ে যাওয়ার সময় নাজমা বেগম ও পারভেজ নামে দুই শিক্ষার্থীর উপর হামলা অভিযোগ পাওয়া গেছে। তারা দুইজন এবছর এসএসসি পরীক্ষার্থী ও সম্পর্কে চাচাতো ভাই বোন বলে জানা গেছে।
৪ সেপ্টেম্বর সকাল ৭ টারদিকে রমাগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড হাফিজ উদ্দিন বাজারের দক্ষিন পাশে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় নাজমা ও পারভেজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থী নাজমা বেগম ও পারভেজ জানায়, ঘটনার সময় তারা দুইজন হাফিজ উদ্দিন বাজারে খোকন স্যারের কোচিংয়ে প্রতিদিনের মতো আজও পড়তে যাচ্ছিল। এসময় পথিমধ্যে তাদের গতিরোধ করে একই এলাকার মৃতঃ আলাউদ্দিনের ছেলে ফরিদ ও তার ছেলে সাখাওয়াত শিক্ষার্থী পারভেজকে অতর্কিত ভাবে মারপিট করতে থাকে। এসময় চাচাতো ভাই পারভেজকে রক্ষা করতে গেলে নাজমা বেগমকে কিলঘুশি,তলপেটে লাথি মারতে থাকে। তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আসলে ক্যাডাররা পালিয়ে যায়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নিউজ লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ বা মামলা করা হয়নি।