হবিগঞ্জ মাধবপুরে প্রশাসন আয়োজিত বিভিন্ন কর্মসূচীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রীর অংশগ্রহন

প্রকাশিত: ৬:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২২

রাকিব উদ্দিন লস্কর, বিশেষ প্রতিনিধি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেছেন সরকার দেশের উন্নয়নে মানুষের উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এদেশ সামাজিক সম্প্রীতির দেশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে জেলা উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মাহবুব আলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর কর্তৃক সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্ত সামাজিক ও জীবনমান উন্নয়ন সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ৪১৭ টি পরিবারের মধ্যে পরিবারপিছু ২ টি করে ভেড়া বিতরণ করেন।

একই সময়ে তিনি হাওরাঞ্চল সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে ১০০ টি পরিবারের মাঝেও ২ টি করে ভেড়া, গৃহ নির্মান উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করেন।

পৃথক আরেকটি কর্মসূচীতে প্রতিমন্ত্রী মাহবুব আলী জাতীয় মহিলা সংস্থা মাধবপুর উপজেলা কেন্দ্র কর্তৃক তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় ১০০ জন প্রশিক্ষনার্থীর মাঝে ৫ লাখ ৭১ হাজার ৪০০ টাকা বিতরণ করেন।

পরে ২০২২-২৩ অর্থবছরের খরিপ মৌসুমে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে কৃষকদের মাঝে মাসকলাই বীজ ও নন-ইউরিয়া সার বিতরণ শেষে গ্রাম পুলিশদের মাঝে পোষাক বিতরণ করেন।

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী উপজেলা প্রশাসন আয়োজিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে মধ্যে বক্তব্য রাখেন,সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা সম্প্রীতি কমিটির সদস্য সচিব মোঃ আলাউদ্দিন, মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক,উপজেলা কৃষি অফিসার আল মামুন হাসান, জাতীয় মহিলা সংস্থা হবিগঞ্জ জেলা নেত্রী ইসমত আরা চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাস,আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান,বেনুমাধব রায়,শ্রীধাম দাশগুপ্ত,মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রোকেয়া আক্তার।

অন্যান্যদের মধ্যে  যুব লীগ সভাপতি ফারুক পাঠান,বঙ্গবন্ধু পরিষদ সেক্রেটারি আব্দুল কুদ্দুস চকদার মাখন,প্রবীন আওয়ামী লীগ নেতা সুকোমল রায়,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুনীল দাস,সাধারণ সম্পাদক লিটন রায়,বীর মুক্তিযোদ্ধা রফিক উদ্দিন আহমেদ চৌধুরী,ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী, মাহবুবুর রহমান সোহাগ,এসএম আতাউল মোস্তফা সোহেল,হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি হরিশ্চন্দ্র দেব,সাংবাদিক আইয়ুব খান,সাব্বির হাসান,প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া বক্তব্য রাখে।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুস সাত্তার বেগ।




error: Content is protected !!