নিজস্ব প্রতিনিধিঃ
যশোরের শার্শা উপজেলার মহিষাকুড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ তালিকাভুক্ত তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে যশোর ডিবি পুলিশ। বৃহস্পতিবার (২২সেপ্টেম্বর) ভোর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শার্শার মহিষাকুড়া গ্রামের মৃত, নূর আলী মন্ডলের ছেলে শাহাবাজ মন্ডল (৬০), আবেদার রহমান মোল্লার ছেলে জসিম উদ্দিন (৩৩), আমীর আলী মোড়লের ছেলে সাহেব আল ওরফে বিল্লাল (৪০)।
আটককৃত আসামীদের দেওয়া তথ্য মতে বৃহস্পতিবার বেলা ১২ সময় উপজেলার মহিষাকুড়া গ্রামের দক্ষিনপাড়া আসামী শাহাবাজের ভাই ইউনুচ আলী মন্ডলের বিচলী গাদার মধ্যে হতে ০১টা দুনালা বন্দুক,৬ টা বারো বোর কার্তুজ উদ্ধার করা হয়।
ডিবি’র আফিস সূত্রে জানা গেছে, আসামীরা অস্ত্র প্রদর্শনপূর্বক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের সৃষ্টি করে জুন মাসে নির্বাচিত মেম্বার বাবলুকে হত্যা করেছিল। তাছাড়া তারা সংঘবদ্ধ হয়ে এলাকায় চাঁদাবাজি, হত্যা, মাদক ব্যবসা করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে শার্শা থানায় আরো একটি মামলা নং-২২, তাং-২২/০৯/২২ খ্রিঃ, ধারা- The Arms Act,1878 u/s 19A রুজু হয়েছে।
উল্লেখ্য যে, ১নং আসামী শাহাবাজের বিরুদ্ধে ইতোপূর্বে ২টা অস্ত্র, ২টা হত্যা, ৩টা মাদক মামলাসহ ১২টা মামলা রয়েছে। ২নং আসামী জসিম এর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৪টা মামলা রয়েছে। ৩নং আসামী বিল্লালের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরকসহ ৩টা মামলা রয়েছে বলে জানা গেছে।