৩৮ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন  মোল্লা জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল – এমপি শাওন 

প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২২
লালমোহন( ভোলা) প্রতিনিধি
বিগতো ৩৮ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন  মোল্লা জামে মসজিদের খতিব মাওলানা মোজাম্মেল – এমপি শাওন দীর্ঘদিন খতিবের দায়িত্বে থাকাকালীন সময়ের তার বর্নাঢ্য জীবনী নিয়ে আলোচনা করেন এমপি শাওন।
পবিত্র জুম্মার নামাজ পরবর্তী সময় হুজুরের বিদায় অনুষ্ঠানে আলোকপাত করেএমপি শাওন বলেন
মাওলানা মোজাম্মেল হক দীর্ঘ ৩৮ বছর যাবৎ সততা ও নিষ্ঠার সাথে লালমোহন পৌরশহরের ঐতিহ্যবাহী মোল্লা জামে মসজিদের খতিব (পেশ ইমাম) হিসেবে দায়িত্ব পালন করে থাকেন । তিনি দীর্ঘদিন খতিবের দায়িত্বে থাকাকালীন সময়ের তার বর্নাঢ্য জীবনে মসজিদে অত্যন্ত সুনামের সহিত পেশ ইমাম ও  খতিবের দায়িত্ব পালন করে তিনি  ।  শুক্রবার শেষবারের মতো জুমআ’র নামাজ পড়ে অসুস্থতাজনিত কারণে বিদায় নেন মাওলানা মোজাম্মেল হক।তার বাড়ি  লালমোহন পৌরশহরের ৬ নং ওয়ার্ডে।  মোল্লা জামে মসজিদের ৩৮ বছরের খতীব মাওলানা  মোজাম্মেল হক  অসুস্থতাজনিত কারনে আজ  মোল্লা জামে মসজিদের খতীব পদ থেকে  বিদায় নেন ।
মোল্লা জামে মসজিদের খতীব কে সকল মুসুল্লীদের পক্ষে থেকে বিদায় জানাচ্ছেন মোল্লা জামে মসজিদের  সভাপতি
ভোলা-৩ আসনের সংসদ সদস্য  আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি ।
এসময় এমপি শাওন  মোল্লা জামে মসজিদের ৩৮ বছরের খতীব কে নিজের অর্থ তহবিল  থেকে ৫০ হাজার টাকা , মসজিদ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা, কমিটির সদস্য দের পক্ষ থেকে ৩০ হাজার টাকা সহ মোট ২ লক্ষ টাকা সম্মাননা  ঘোষণা দেন। বিদায় বেলায় মোল্লা জামে মসজিদের শত শত মুসল্লীদের ভালোবাসায় সিক্ত হন মাওলানা মোজাম্মেল হক।



error: Content is protected !!