বালিয়াকান্দিতে মীনা দিবস উপলক্ষে বর্ণ্যাঢ্য র্যালি,উপকরণ মেলা
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ -এ স্লোগানকে সামনে রেখে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মীনা দিবস পালিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বর্ণ্যাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে অফিসার্স ক্লাবে শুরু হয় গল্প বলার আসর।
র্যালিতে উপস্থিত ছিলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আশরাফুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব শিল্পী দাস পমী সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
পরে অফিসার্স ক্লাবে আলোচনা সভা , সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে মীনা দিবস উপলক্ষে উপকরণ মেলা ঘুরে দেখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ চঞ্চল শেখ।