রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ১, সদস্য পদে ১২ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে 

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২২
মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
আসন্ন রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে মোট ১৩ জন মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। ফলে আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭ জন ও সদস্য পদে ১৯ জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন।
রবিবার (২৫ সেপ্টেম্বর) মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে জেলা নির্বাচন অফিস সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, চেয়ারম্যান পদে মো. রাশেদুজ্জামান মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে। এছাড়া রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল এর মনোনয়ন পত্র আগেই বাতিল হয়েছে।
সাধারণ সদস্য ওয়ার্ড-১ (রাজবাড়ী সদর) পদে মনোনয়ন প্রত্যাহার করেছে সদ্য সাবেক জেলা পরিষদ সদস্য মো. আলাউদ্দিন শেখ।
সাধারণ সদস্য ওয়ার্ড-২ (গোয়ালন্দ) পদে কেউ মনোনয়ন পত্র প্রত্যাহার করে নাই।
সাধারণ সদস্য ওয়ার্ড-৩ (পাংশা) পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে,  নিজাম উদ্দিন, মো. হুমায়ুন কবির, মো. কামরুজ্জামান খান, মো. হাবিবুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, মো. আব্দুল ওহাব মন্ডল, মোহাম্মদ হাবিবুর রহমান মিয়া, মো. গোলাম মস্তফা (লুলু)।
সাধারণ সদস্য ওয়ার্ড-৪ (বালিয়াকান্দি) পদে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছে আবুল কালাম আজাদ।
সাধারণ সদস্য ওয়ার্ড-৫ (কালুখালি ) পদে মনোনয়নপত্র করেছে মোঃ জাকির হোসেন মোল্লা ও মোঃ রাসেল আহম্মেদ।



error: Content is protected !!