ছাত্রলীগ নেতা রুম্মানের আরও একটি প্রশংসনীয় উদ্যোগ,এবার PPE উপহার দিলেন গ্রাম পুলিশকে
লালমনিরহাট প্রতিনিধি,শাকিল ইসলাম:
সারাদেশে বেড়েই চলেছে করোনা ভাইরাসের মহামারী , বাদ পড়েনি লালমনিরহাট জেলাধীন আমাদের পাটগ্রাম উপজেলাও।ইতিমধ্যে বেশ কয়েকজনের করোনা পজেটিভ এসেছে,অনুমান করা হচ্ছে পাটগ্রাম উপজেলাও ঝুঁকির সম্মুখীন হতে যাচ্ছে।প্রত্যেকটি মানুষ নিজ নিজ অবস্থান থেকে করোনা প্রতিরোধে কাজ করে যাচ্ছে।এমতাবস্থায় বঙ্গবন্ধু ছাত্র একতা পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ পাটগ্রাম উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক,শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ শ্রীরামপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক সিদরাতুল মুনতাহা রুম্মান নিজস্ব উদ্যোগে করোনা প্রতিরোধে সুরক্ষিত পোশাক (PPE) উপহার দিলে গ্রাম পুলিশকে। এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞেস করা হয়, আপনার এই উদ্যোগে গ্রাম পুলিশ কেনো?
এই প্রশ্নের জবাবে সে বলেন, যদি আমার সাধ্য কিংবা সামর্থ্য থাকতো তাহলে প্রত্যেকটা বাড়িতে ত্রাণ নয় বরং পিপিই,মাস্ক,হ্যান্ড-স্যানিটাইজারসহ অন্যান্য করোনা প্রতিরোধক কিংবা করোনা থেকে সুরক্ষা প্রদান করে এমন জিনিস উপহার দিতাম।কিন্তু সেটা আমার সামর্থ্যের বাহিরে।যেহেতু পেটের ক্ষুধায় কিংবা জীবনের তাগিদে জনগণ লকডাউন মেনে নিতে পারছেনা , এসময় গ্রামগুলোতে সবথেকে বেশী ভূমিকা পালন করছেন গ্রাম পুলিশেরা।বিভিন্ন সময়ে দিনরাত একাকার ঝুঁকিপূর্ণভাবে তাদের কাজ করে যেতে হচ্ছে।তাই তাদের সুরক্ষার কথা ভেবে আমি আমার সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসেছি।
এসময় তিনি বাকীদের উদ্দ্যেশ্যে, বিশেষ করে উপরমহলের রাজনৈতিক ব্যক্তিত্ব এবং প্রভাবশালী ব্যক্তিদের প্রতি অনুরোধ জানান যেন তারাও এব্যাপারে নজরদারি করে এবং গ্রাম পুলিশসহ অন্যান্য তৃণমূলে কাজ করা মানুষদের খেয়াল রাখেন।