কলাপাড়ায় মধ্যরাত পর্যন্ত ইলিশের বাজারে ক্রেতাদের অজস্র ভীড় ॥

প্রকাশিত: ২:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  মধ্যরাত থেকে শুরু হচ্ছে ইলিশ আহরন,
পরিবহন, মজুদ ও বিক্রির উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। তাই বিক্রির শেষ দিন
হওয়ায় প্রতিটি ইলিশের বাজারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভীড় করেছে
ক্রেতারা। তবে বিক্রেতারা বাজারে ইলিশের পসরা সাজিয়ে বসলেও দাম অনেকটা
বেশি বলে দাবি ক্রেতাদের।

প্রতি ২ কেজি ওজনের ইলিশ ২,২০০ টাকা কেজি দরে,  দেড় কেজি ওজনের ১,৬০০
টাকা কেজি দরে, ১ কেজি ওজনের ১,২০০ টাকা কেজি দরে, ৮০০ গ্রামের ইলিশ
১,০০০ টাকা ও ঝাটকা ইলিশ বিক্রি হচ্ছে সাড়ে ৪০০ টাকা কেজি দরে। দাম বেশি
হওয়ায় হতাশা প্রকাশ করেছেন ক্রেতারা। তবে ইলিশের আহরন কম থাকায় দাম বেশি
বলে জানিয়েছেন বিক্রেতারা।




error: Content is protected !!