নীলফামারীতে দেশীয় বিড়ি-সিগারেট শ্রমিকদের মানববন্ধন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

এ জি মুন্না- নীলফামারী জেলা প্রতিনিধিঃ দেশীয় মালিকানাধীন সিগারেট শিল্পকে বাঁচিয়ে রাখতে না পারলে এ শিল্পের সাথে জড়িত ৫লাখ শ্রমিক-কর্মচারীর জীবিকার পথ বন্ধ হয়ে যাবে। এসব পরিবারের ৩০লাখ মানুষের দিন কাটবে অনাহারে-অর্ধাহারে।

শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীরা বাঁচার আকুতি জানিয়ে আজ শুক্রবার(১৯জুন) নীলফামারী স্মৃতি অম্লান চত্বরে ১ঘন্টার মানববন্ধন করেছে।

সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধনে অংশ নেয়া শ্রমিক-কর্মচারীরা লাখো শ্রমিকের অস্তিত্ব রক্ষা আর এ শিল্পকে বাঁচিয়ে রাখতে মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন।

মানববন্ধনে বাঁচার আকুতি জানিয়ে বক্তৃতা করেন শতভাগ দেশীয় মালিকানাধীন সিগারেট বিড়ি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মীর মাহামুদুল, সহ-সভাপতি ফারুক হোসেন ও সাধারন সম্পাদক আকমল হোসেন।




error: Content is protected !!