ধানের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে নন্দীগ্রামে শীত আসছে

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ঋতু বৈচিত্রে প্রকৃতিতে এখন বর্ষাকাল
পেরিয়ে এখন শরৎকাল চলমান। স্নিগ্ধতার এ শরৎকালকে বলা হয় ঋতুর রাণী। বাংলা
পঞ্জিকা অনুয়ায়ী এখন আশ্বিন মাস চলছে। সেই অনুয়ায়ী শরৎকালের দ্বিতীয়
মাসের শেষদিক। এরপর হেমন্তের দুই মাস পর শুরু হবে শীতকাল। বগুড়ার নন্দীগ্রামে
এরই মধ্যে সকাল-সন্ধ্যায় ধান, ঘাস ও লতাপাতার কচি ডগায় শিশির বিন্দু
জানান দিচ্ছে শীতকাল আসছে। এখন সূর্য পূর্বদিকে লাল আভা দৃষ্টিগোচর
হওয়ার পর হালকা হিমেল হাওয়া বয়ে যাচ্ছে। আবার ভোরবেলা পড়তে শুরু করেছে
হালকা কুয়াশা। তবে এখনও দিনের বেলায় সূর্য বেশ উত্তাপ ছড়াচ্ছে। আবার
মাঝে মধ্যে দেখা মিলছে হালকা বৃষ্টিরও। এই বৃষ্টি যেনো প্রকৃতিতে ডেকে
আনছে শীত। নন্দীগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
আলী আজম বলেন, ষড়ঋতুর এই দেশে পৌষ ও মাঘ মাস শীতকাল হলেও কোনো
কোনো বছর শরৎ-হেমন্তেই শীত শুরু হয়। একটি কথার প্রচলন আছে আশ্বিন গা
করে শিনশিন। এখন মধ্যরাত থেকেই একটু একটু শীত অনুভব করা
যাচ্ছে।আবহাওয়ার এ তারতম্য নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, ঠান্ডা-গরম আবহাওয়ার কারণে

জ্বর, সর্দি ও নিউমোনিয়াসহ নানা ধরনের রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে।
তাই এসময় সকলকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বাড়তি যতœ
নিতে হবে।




error: Content is protected !!