মোঃ রাসেল মোল্লা, রূপগঞ্জ নারায়নগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর দ্বিতীয়বারের মতো জাতীয় দিবস হিসেবে পালিত হলো ‘শেখ রাসেল দিবস-২০২২’। দেশে-বিদেশে বর্ণাঢ্য আয়োজনে বিশেষভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসটি উদযাপনে নানা উদ্যোগ গ্রহণ করেছে তথ্য ও যোগাযোগ (আইসিটি) প্রযুক্তি বিভাগ। দেশে কেন্দ্রীয়ভাবে দিবসটি পালনের পাশাপাশি বিভাগ ও জেলা পর্যায়েও নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সাথে বিদেশস্থ বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতেও পালিত হচ্ছে শেখ রাসেল দিবস-২০২২।
এবছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্বাচন করা হয়েছে ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
১৮ অক্টোবর সকাল ৬টায় বনানী কবরস্থানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৬টায় স্ব স্ব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠান নিজ নিজ প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিআইসিসি’র হল অব ফেম এ শেখ রাসেল দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করে ‘শেখ রাসেল পদক’ প্রদান করেন। একই সাথে তিনি দেশব্যাপী ৩০০টি শেখ রাসেল ‘স্কুল অব ফিউচার’-এরও উদ্বোধন করেন।
দিবসটির গুরুত্ব তুলে ধরতে এদিন বিআইসিসিতে বেলা আড়াইটায় একটি জাতীয় সেমিনার আয়োজন করা হয় এবং সন্ধ্যা ৬টায় ‘কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস’ অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষ্যে দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাংকন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷
এছাড়া দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, কুইজ, দেয়ালিকা তৈরি এবং স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বৈচিত্র্যময় কার্যক্রম আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়৷
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়। বর্বরোচিত সেই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধুপুত্র নিষ্পাপ শিশু রাসেলও শহিদ হন।