গোলাম সারোয়ার পলাশ:
কোন উপসর্গ ছাড়াই শায়েস্তাগঞ্জে নতুন করে দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এর পূর্বে এক কলেজ ছাত্র আক্রান্ত হলে বাড়িতে থেকেই ডাক্ততারের পরামর্শে সে সুস্থ্য হলে করোনা মুক্ত হয় উপজেলা।
আক্রান্ত দুইজনই গত সপ্তাহে পরীক্ষা করার জন্য নিজ থেকেই নমুনা দেয়।
শুক্রবার রাতে ঢাকার পিসিআর ল্যাব থেকে তাদের নমুনার রির্পোট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন ।
আক্রান্তরা হলো শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, শায়েস্তাগঞ্জ পৌর এলাকার দাউদনগর গ্রামের শাহনুর রহমান জীবন ও উপজেলার কলিমনগর গ্রামের ইসমাঈল মিয়া।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ
(ওসি) মোজাম্মেল হোসেন জানান আক্রান্ত দুইজনের বাড়ি ও পরিবারের লোকদের লকডাউন করা হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার বলেন উপজেলায় একজন করোনা রোগী ছিল। তবে ইতিমধ্যেই তিনি সুস্থ্য হয়ে গেছেন। তাই করোনা মুক্ত ছিলো উপজেলা। নতুন করে শুক্রবার রাতে আরো দুইজন করোনায় আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
তবে তাদের কোন উপসর্গ ছিলনা।
তাদের দুইজনের বাড়ি লকডাউন করা হয়েছে।