কুষ্টিয়ায় উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ জন নৌকা ও ১ জন স্বতন্ত্র প্রার্থীর বিজয়

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২২
কে এম শাহীন রেজা কুষ্টিয়া জেলা প্রতিনিধি।।
কুষ্টিয়া খোকসা উপজেলার উপনির্বাচন ও চারটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর বুধবার সকাল থেকে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। খোকসায় ৬৬৭৮ ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী মো. বাবুল আক্তার বেসরকারিভাবে খোকসা উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়ার খোকসা উপজেলা উপ নির্বাচনে নৌকা প্রতীকে মো. বাবুল আক্তার ২৬৫৯৬ টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোতাহার হোসেন খোকন ঘোড়া প্রতীকে ১৯৯১৮টি ভোট পেয়ে পরাজিত হয়েছেন। এছাড়াও আরেক স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মো. শহিদুল ইসলাম ১০১৮ টি ভোট পেয়েছেন।
অন্যদিকে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন পরিষদের প্রফেসর মহাঃ শাহজাহান আলী বিশ্বাস নৌকা প্রতিক নিয়ে ৪১৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া মার্কা নিয়ে সামসুল হক সামো পেয়েছেন ৩১৭১ ভোট।
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ আনিছুর রহমান (ঝন্টু) চশমা প্রতিক নিয়ে ৬১৭৯ ভোট পেয়েছেন তার নিকটতম নৌকা প্রতিক একরামুল হক পেয়েছেন ৪৯৫৩ ভোট। তিনি মোট ১২২৬ ভোটে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন ।
এছাড়াও কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চিথলিয়া ইউনিয়ন পরিষদে এনামুল হক বাবলু নৌকা প্রতীকে ৫২২৩ এবং ধুবইল ইউনিয়নে মাহবুব রহমান মামুন নৌকা প্রতীকে ৫৫৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।



error: Content is protected !!