মিঠুন গোস্বামী রাজবাড়ীঃ
রাজবাড়ীর পাংশা থানা এলাকা থেকে চোরাই মটর সাইকেলসহ মোঃ নয়ন প্রামানিকে (২৮) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত নয়ন প্রামানিক উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া গ্রামের মোঃ হযরত প্রামানিকের ছেলে।
পাংশা মডেল থানা সুত্রে জানা যায় পাংশা মডেল থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মাদ মাসুদুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে এস আই দিপঙ্কর কুন্ডু সঙ্গীয় পুলিশ দল অভিযান চালিয়ে মাছপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করেন সাথে একটি মটর সাইকেল উদ্ধার করেন।
গ্রেফতারকৃত নয়ন প্রামানিকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয় সেই সাথে শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় ।