নন্দীগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে
ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে মডেল এসডিজি রাষ্ট্র এবং
২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষে বাংলাদেশ সরকার উদ্যোগ
গ্রহণ করেছে। এ উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও
উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন উপলক্ষে প্রেস ব্রিফিং ও প্রস্তুতিমূলক সভা
অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা
নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা
পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী
আকতার বানু, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম,
নন্দীগ্রাম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়
ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।




error: Content is protected !!