কুয়াকাটা সৈকতে সিডর দিবস উপলক্ষ্যে টোয়াকের মোমবাতি প্রজ্জ্বলন অনুষ্ঠিত ॥

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২২

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  ২০০৭ সালের ভয়াবহ ১৫ ই নভেম্বর এ দিনে
দক্ষিণাঞ্চলে সমুদ্র উপকুলের ওপর দিয়ে বয়ে যাওয়া ভয়াবহ সুপার সাইক্লোন
সিডর লন্ডভন্ড করে দেয় কুয়াকাটাসহ বিস্তীর্ণ জনপদ। সেই ভয়াবহ দিনটির কথা
আজও ভুলতে পারেনি উপকুলের মানুষ। সিডরের সেই স্মৃতি মনে করে সাগর পাড়ের
মানুষ এখনও আতঁকে ওঠেন। সমুদ্র উপকুলীয় এলাকার জনপদে দেখা যায় স্বজন হারা
মানুষের মাঝে এখনও সেই ক্ষত বয়ে বেড়াচ্ছে। সবকিছু হারিয়ে আবার স্বাভাবিক
জীবনযাপন করলেও স্বজন হারানোর বেদনা আজও কাদাঁয় নিরবে।

দিনটি স্মরনে মঙ্গলবার সন্ধ্যার পরে কুয়াকাটা সমুদ্র সৈকতে ট্যুর
অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) এর আয়োজনে মোমবাতি প্রজ্জ্বলন,
নিরাবতা পালন, আলোক জি¦ল্লি জ¦ালিয়ে  সিডর দিবস পালন করা হয়। এতে টুরিস্ট
পুলিশ, থানা পুলিশ, পর্যটকসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করে।
এসময় উপস্থিত ছিলেন, টোয়াক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, সাধারণ সম্পাদক
কেএম জহির এবং টোয়াক নেতৃবৃন্দ।

সরকারী ও বে-সরকারী পরিসংখ্যান সূত্রে জানা যায়, সিডরে কুয়াকাটাসহ
কলাপাড়ায় ৯৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে এক হাজার ৭৮ জন। এখনও নিখোঁজ
রয়েছে ৮ জেলে। স্বজন হারা এইসব পরিবারের সদস্যরা এ দিনটির কথা ভুলতে
পারছেনা। বসতবাড়ি হারিয়ে নি:স্ব হয়ে যায় হাজারো মানুষ। সিডরে বসতভিটা
হারানো ওইসব ক্ষতিগ্রস্তদের বিভিন্ন বে-সরকারী সংস্থা ৪,৪৪০ টি পরিবারকে
পাকা ও আধাপাকা ঘর নির্মান করে দিয়েছে। পাশাপাশি প্রতি পরিবারকে
সরকারীভাবে তিন শতাংশ করে জমি দেয়া হয়েছে।




error: Content is protected !!