নন্দীগ্রামে টয়লেট টাংকি থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা
মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামে টয়লেট টাংকির মধ্যে
থেকে মুনিম হোসেন ( ৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই
শিশু চাঙ্গুইর গ্রামের ইদ্রিস আলী মাষ্টারের ছেলে। বুধবার (১৫
ফেব্রæয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ¯’ানীয়
সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টার দিকে মুনিম বাড়ি থেকে খেলার
জন্য বেরিয়ে যায়। মুনিমকে খাওয়ানো জন্য তাঁর মা ও বোন অনেক
খোঁজাখুঁজি শুরু করে। পরে বেলা সোয়া ১১টার দিকে তাঁর বড় বোন
তাবাসসুম বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে জাহিদুল ইসলামের ভরাট
টয়লেট টাংকির মধ্যে মুনিমের পা দেখে চিৎকার দেয়। এরপর ¯’ানীয়রা
এসে মৃত অব¯’ায় তাঁকে উদ্ধার করে। থালতা মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, আমি ঘটনা¯’লে আছি। মুনিমের শরীরের
অনেক জায়গায় আঘাতের চিহ্ন এবং রক্ত দেখা গেছে। ওই টাংকির মধ্যে
তাঁকে রেখে বিভিন্ন পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিলো। থানার
অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, আমরা ঘটনা¯’লেই
রয়েছি। দেখে এবিষয়ে বিস্তারিত জানাবো।




error: Content is protected !!