কাউখালী (পিরোজপুর প্রতিনিধি): বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কাউখালী
আন্তর্জাতিক নারী দিবস পালন হয়েছে। “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার
বৈষম্য করবেন নিরসন শেখ হাসিনার বারর্তা নারী পুরুষের সমতা” এই
প্রতিপাদ্যকে সামনে রেখে কাউখালী উপজেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও
ব্রাকের আয়োজনে বুধবার (৮মার্চ) সকাল ১০:০০ঘটিকায় উপজেলা প্রশাসন
কার্যালয়ের সামনা থেকে এক বর্নাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে। পরে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, এতে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রখেন উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা,
সমাজ সেবা কর্মকর্তা মোঃ মোহাসিন কবির, উপজেলা মহিলা বিষয়ক
কর্মকর্তা নুসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার আলী
হোসেন তালুকদার, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা
আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য রেবেকা
শাহীন চৈতি। এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এনজিও কর্মী, মহিলা
পরিষদের নেত্রীবৃন্দ, ব্রাক সুপার ভাইজার মিঠুন দত্ত, সুশীল সমাজ ও সাংবাদিক বৃন্দ।