নবীগঞ্জের বিবিয়ানা বিদ্যুৎ  পাওয়ার প্লান্টের রাস্তায় দু’ভাইকে কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে সন্ত্রাসীরা

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, মার্চ ১২, ২০২৩
নবীগঞ্জ ( হবিগঞ্জ)  প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা বিদ্যুৎ  পাওয়ার প্লান্টের রাস্তায় বাড়ী ফেরার পথিমধ্যে অতর্কিত সন্ত্রাসী হামলায় দু’ সহোদর ক্ষতবিক্ষত৷
জানাযায়, উপজেলার ওই বানিজ্যিক এলাকার
বিদ্যুৎ পাওয়ার প্লাট সড়কে  শেরপুর থেকে বাড়ী ফেরার  পথেমধ্যে শনিবার দিবাগত  রাত অনুমান  ১০টার দিকে তাদের পথরোধ করে  ধারালো অস্ত্র দিয়ে অজ্ঞাতনামা ৪/৫ জন অস্ত্রধারী সন্ত্রাসী হঠাৎ
অতর্কিত হামলা চালিয়ে  আপন দুই ভাইকে কুপিয়ে ক্ষত-বিক্ষত করে  গুরুতর আহত করেছে।
আহতরা হলেন  উপজেলার  আউশকান্দি ইউনিয়নের  পাহাড়পুর গ্রামের মোঃ ফজলুল হক (৫০) ও তার আপন ভাই মোঃ তাজু হক(৪০) হামলার শিকার হন। হামলাকারীরা এক পর্যায়ে আহতদের মৃত্যু ভেবে রক্তাক্ত জখমী অবস্থায়  রাস্তায় ফেলে যায়৷ পরে পাশ্ববর্তী ও পথচারী লোকজন তাদেরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷ এঘটনায় এলাকায় অজানা আতংক বিরাজ করছে৷ আহতদের পরিবারে চলছে কান্নার রোল৷
আহতের  পারিবারিক সূত্র জানায়,হবিগঞ্জের সীমান্ত ঘেষা  মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঢাকা সিলেট সড়ক হয়ে বিদ্যুৎ পাওয়ার প্লান্টের রাস্তা দিয়ে গ্রামের বাড়ী পারকুল ফেরার পথিমধ্যে কিছু বুঝে ওঠার আগেই  হটাৎ তাদের
পথরোধ করে অজ্ঞাতনামা  অস্ত্রধারী সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যে  অতর্কিত ভাবে হামলা চালিয়ে কুপিয়ে  ব্যবসায়ী ফজলুল হক ও তার ভাই তাজুল হককে ক্ষতবিক্ষত করে৷ এসময় আহতদের আর্তচিৎকার
বাঁচাও বাঁচাও বলতে থাকিলে  স্থানীয় পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে কতবিক্ষত দুজন কে রাস্তা থেকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ।
এবিষয়ে  নবীগঞ্জ থানার আউশকান্দি ইউনিয়নের বিট অফিসার এস আই গৌতম কুমার  বলেন ঘটনার খবর পেয়ে  সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ পরে আহত  রোগী দেরকে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল হাসপাতালেও দেখে আসছি রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে পারিনি।
তবে সার্বিক বিষয় মনিটরিং করছি ঘটনার বিষয়ে এখনো কিছু বলতে পারছি না তবে ধারণা করছি,
পূর্ব শত্রুতার জের ধরেই হয়তো  এমন ঘটনা ঘটানো হয়েছে।
আহত পরিবারের সাথে কথাবার্তা চলছে সূত্র পেলেই
হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ  ব্যবস্থা নেওয়া হবে।



error: Content is protected !!