কুয়াকাটায় বিদ্যুৎপৃষ্ট হয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক যুবকের মর্মন্তিক মৃত্যু ॥

প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মার্চ ১৫, ২০২৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  পর্যটন নগরী কুয়াকাটায় নির্মাণাধীন ভবনে
তৃতীয় তলায় জানালার গ্রীলের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট ফরহাদ (২৩) নামে
এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে কুয়াকাটা পৌরসভার ৩নং
ওয়ার্ডের মিডনাইট নামক নির্মাণাধীন ভবণে কাজ করতে গিয়ে এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানান, নির্মানাধীন মিডনাইট হোটেলের
তৃতীয় তলায় জানালার গ্রীলের এস এস পাইপ ঝালাইয়ের কাজ করছিল। এসময়
অসাবধানতার বসে এস এস পাইপের সাথে বিদ্যুতের লাইনের তার লেগে যায়। এসময়
বিদ্যুতের শক লেগে গ্রীল মিস্ত্রী ফরহাদ ছিটকে তিন তলা থেকে ভবনের সামনের
রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে
গেলে দ্বায়িত্বরত চিকিৎসক ফরহাদকে মৃত ঘোষণা করেন। ফরহাদ চাঁদপুর জেলার
মতলব থানার ইসমাইল হোসেনের ছেলে। ফরহাদ কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে
গ্রীল মিস্ত্রীর কাজ করে আসছিল।

তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন ওই ভবনে কোন সুরক্ষা ব্যবস্থা
ছিলো না। যার ফলে ছিটকে পাকা সড়কে পড়ায় ফরহাদের মৃত্যু হয়।এছাড়া
নির্মাণাধীন ওই ভবনের কোন অনুমোদন নেই। শুধুমাত্র পৌর কতৃপক্ষের কাছ থেকে
একটি ট্রেড লাইসেন্স নিয়ে হোটেল ব্যবসা পরিচালনা করে আসছে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল খায়ের জানান, এ
ঘটনায় ফরহাদের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।




error: Content is protected !!