নবীগঞ্জের দীঘলবাক ইউনিয়নে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিতরণ করা হয়েছে।

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ
শনিবার  (২৫ মার্চ-২০২৩ ইং ) সকাল ১০ টা হতে বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জ জেলার  নবীগঞ্জ উপজেলার ৪নং দীঘল বাক   ইউনিয়নের মেসার্স জামান এন্টার প্রাইজ  ডিলারের মাধ্যমে মোট ১০১১টি  কার্ড ধারী পরিবারের মধ্যে টিসিবির পণ্য বিতরণ করা হয়।
পণ্যগুলো হল সয়াবিন তৈল-২ লিটার,মসুর ডাল-২ কেজি,  চিনি-১ কেজি,  ছোলা ১কেজি যার সর্বমোট  মূল্য ৪৭০ টাকা।
 পণ্য বিতরণ কার্যক্রম উদ্ভোধন করেন ৪নং দীঘলবাক  ইউনিয়নের চেয়ারম্যান জনাব,মোঃ ছালিক মিয়া৷ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের( ভারপ্রাপ্ত) সভাপতি এম.মুজিবুর রহমান, ইউপি সদস্য মো: আকুল মিয়া, ইউপি সদস্য ইউসুফ আলী, ইউপি সদস্য তোফাজ্জল হোসেন প্রমূখ৷ এসময় অতিথি এম.মুজিবুর রহমান   বলেন
‘বর্তমান সরকার জন বান্ধব সরকার। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গরীব এবং মেহনতী মানুষের জন্য ভর্তূকি  দিয়ে অত্যন্ত কম মূল্যে এ পণ্য মানুষের দ্বারে দ্বারে পৌছানোর ব্যবস্থা করছেন এবং তিনি গরীব এবং মেহনতী মানুষের সাথে সুখে দুঃখে আছেন এবং থাকবেন।
 তিনি আরও বলেন,আপনারা সবাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে দীর্ঘায়ূ করেন।
এসময় উপস্থিত সকল সুবিধা ভোগী সহ অতিথিদের  আন্তরিক ধন্যবাদ জানান ডিলার জুনেদ আহমদ চৌধুরী৷



error: Content is protected !!