করোনা ভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলামের বিশেষ পদক্ষেপ গ্রহণ ও মাস্ক বিতরণ।

প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, জুন ২২, ২০২০

মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি(চুয়াডাঙ্গা)

আজ ২২/৬/২০২০ তারিখ বেলা ১২টার সময় নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও চুয়াডাঙ্গা জেলার সম্মানিত নাগরিকগনদের সচেতন করতে শহরে ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করলেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

জীবনের ঝুঁকি নিয়ে এমন শত শত লোক প্রতিদিন নিত্য প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন। তাদের অনেকের মুখের থাকে না মাস্ক।

এসব দিক লক্ষ্য করে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয় চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ স্থান ঘুরে ঘুরে লোকজনের মাঝে মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একের পর এক পুলিশ সুপার মহোদয়ের এমন মহতি কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণ।

এছাড়াও তিনি চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি উপজেলার মানুষকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন, সেই সাথে যারা সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলবে না। তাদের জন্য কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলেন।




error: Content is protected !!