আমাদের সময় চরফ্যাশন প্রতিনিধি সাংবাদিক আদিত্য জাহিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৩
লালমোহন( ভোলা) প্রতিনিধিঃ
ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমাদের সময় চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি সাংবাদিক আদিত্য জাহিদের উপর অতর্কিত হামলা চালিয়েছে এক দল সন্ত্রাসী । এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। গতকাল বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ আইচা বাজারে তার নিজস্ব চেম্বারের মধ্যে সন্ত্রাসীরা তার ওপর নৃশংস হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গেলো ২৪ এপ্রিল সাবেক সচিব মেজবাহ উদ্দিনের চরফ্যাশন  দক্ষিণ আইচা গণসংযোগের মুহূর্তে তার লোকজনের উপর ও সাংবাদিক আদিত্য জাহিদের উপর হামলার ঘটনার দুইদিন পর সন্ত্রাসীরা সাংবাদিক জাহিদ ও তার ছেলের উপর একইভাবে আবারও  হামলা চালায়। সেই ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মামলা হয়। তারই জের ধরে বুধবার সন্ধ্যায় স্থানীয়  নেতা তুহিন হাওলাদারের নেতৃত্বে ফয়সাল, করিম মৃধা, আবির, হুমায়ুন, আবু তাহের, শামীম মনির সহ একদল সশস্ত্র সন্ত্রাসী সাংবাদিক আদিত্য জাহিদের চেম্বারে এসে তার উপর অতর্কিত হামলা চালায়।
কোন কিছু বুঝে ওঠার আগেই সন্ত্রাসীরা জাহিদকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মকভাবে জখম করেন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আশঙ্কা জনক অবস্থা দেখে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। বর্তমানে জাহিদকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে রাখা হলেও উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যায় ।
এ ব্যাপারে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়েই আমরা ঘটনাস্থলে গিয়ে ঘটনার সাথে সম্পৃক্ত কাউকে না পেলেও আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়ার ব্যবস্থা করি। তবে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



error: Content is protected !!