শায়েস্তাগঞ্জে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সদস্যদের তিন দিনের মৌলিক প্রশিক্ষনের সমাপনি পর্ব।
স্টাফ রিপোর্টার:-
শায়েস্তাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সচিব ও সদস্যদের ইউনিয়ন পরিষদের মৌলিক প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শায়েস্তাগঞ্জ উপজেলা হল রুমে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার দ্বায়িত্ব প্রাপ্ত উপজেলা কর্মকর্তারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন বিষয়ে স্থানীয় সরকার বিভাগের নিয়ম মোতাবেক প্রশিক্ষন প্রদান করেন।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাবা নাজরাতুন নাঈমের সভাপতিত্বে, সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত দ্বায়িত্ব উপ-পরিচালক মোহাম্মদ সাজিদূর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শায়েস্তাগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলী নূর, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মুক্তা আক্তার (এন আই এল জি) অডিও বিডিও কর্মকর্তা মোঃ,, ব্রাহ্মণডুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসাইন মোঃ আদিল জজ মিয়া, নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, শায়েস্তাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বুলবুল খান, শায়েস্তাগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সচিব সাধারণত ওয়ার্ডের সদস্য, মহিলা সদস্য সাংবাদিক বৃন্দ প্রমূখ
তিন দিনের প্রশিক্ষনে প্রশিক্ষনার্থীরা বলেন। এই মৌলিক প্রশিক্ষনের মাধ্যমে আমরা ইউনিয়ন পরিষদের সকল আইন গত কর্মকান্ড ও পরিষদ পরিচালনার সকল প্রকার আইনি ভূমিকা এবং পরিচালনা সম্পর্কে বিস্তারিত অবহিত হলাম। এই প্রশিক্ষনের মাধ্যমে আগামীতে পরিষদ পরিচালনায় বিশাল সহায়ক হবে।