নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের প্রতীক বরাদ্দ

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, জুন ৫, ২০২৩
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শনিবার (৩ জুন) যাচাই-বাছাই শেষে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ১৬ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও রিটার্নিং কর্মকর্তা নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল।
সেসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শাবান আলী, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপদেষ্টা ফজলুর রহমান।
উক্ত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন শরিফুল ইসলাম মোটরসাইকেল প্রতীকে, ইউনুস আলী মোমবাতি প্রতীকে ও শাহীন আলী সিলিং ফ্যান প্রতীকে।
সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রাথী। এরা হলেন মোস্তাফিজুর রহমান মজনু টিউবওয়েল প্রতীকে ও সুলতান মাহমুদ আপেল প্রতীকে।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। এরা হলেন মিজানুর রহমান মোরগ প্রতীকে ও মিলন হোসেন ছাতা প্রতীকে। সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। এরা হলেন আলম হোসেন ঘুড়ি প্রতীকে ও মোতালেব হোসেন টর্চলাইট প্রতীকে।
কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। এরা হলেন মিন্টু মিয়া বাইসাইকেল প্রতীকে ও বাদল হোসেন সূর্যমুখী ফুল প্রতীকে। ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন প্রার্থী। এরা হলেন জুয়েল হোসেন ফুটবল প্রতীকে ও শহিদুল ইসলাম আনারস প্রতীকে।
কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন প্রার্থী। এরা হলেন সাইফুল ইসলাম ঢোল প্রতীকে, সাদ্দাম হোসেন দেওয়াল ঘড়ি প্রতীকে ও গোলাম রব্বানী আনারস প্রতীকে।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৪৩ জন। আগামী শুক্রবার (৯ই জুন) সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হবে।



error: Content is protected !!