শায়েস্তাগঞ্জে থেকে চুরি হওয়া মোবাইল স্মার্ট ফোন হবিগঞ্জ শহরে খাঁজা গার্ডেন সিটি হতে উদ্ধার
সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ওলিপুর শিল্প এলাকায় এক ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে ৩৫ টি মোবাইল স্মার্ট ফোন ও ৪৮ হাজার টাকা চুরি হওয়া কয়েকটি স্মার্ট ফোন হবিগঞ্জ শহরের খাঁজা গার্ডেন সিটি হতে উদ্ধার করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ( সদর, লাখাই ও শায়েস্তাগঞ্জ) মোহাম্মদ খলিলুর রহমান সহ থানার একদল পুলিশ গোপন সংবাদের ভিওিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হবিগঞ্জ শহরে খাঁজা গার্ডেন সিটি তৃতীয় তলা ইরা ফোন দোকানে তল্লাশী করে কয়েকটি মোবাইল স্মার্ট ফোন সেট উদ্ধার করেন এবং জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কয়েকজন স্যালসম্যানকে আটক করে থানার নিয়ে যায় । এ ঘটনার দিন ইরা ফোন ও মুগল রেস্টুরেন্ট এর প্রোপাইটর মোঃ তারেক মিয়া ঢাকায় অবস্হান করায় উক্ত ইরা ফোন দোকানের সেলসম্যানদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্য ও লিপিবদ্ধ করেন । এছাড়া চুরির গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে । এদিকে শায়েস্তাগঞ্জ ওলিপুর শিল্প এলাকা তানভীর টেলিকম প্রোপাইটর মোঃ মোস্তাফিজুর রহমান জানান , গত ২৯ এপ্রিল তার দোকান থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩৫ টি মোবাইল স্মার্ট ফোন ও নগদ ৪৮ হাজার টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা । লুটের একটি ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে স্হানীয় ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েন । দশ মিনিটে ভিডিও ফুটেজে দেখা যায় , ওলিপুর শিল্প এলাকায় তানভীর টেলিকম ট্রেডার্সে সামনে সড়কে চার জন লোক স্হানে স্হানে দাঁড়িয়ে আছে । অন্য চার জন লুঙ্গি দিয়ে আড়াল করে সাটারের তালা কেটে দোকানের ভেতরে প্রবেশ করে ১০ মিনিটের মধ্যেই ৩৫ টি স্মার্ট ফোন সেট ও নগদ ৪৮ হাজার টাকা গুলো ব্যাগে ঢুকিয়ে বাহিরে আসে । পরে দ্রুত তারা ঘটনা স্থল থেকে ত্যাগ করে । ১০ মিনিটে এ ঘটনা পুরোটাই সিসিটিভির ফুটেজে ধারণ হয় । এ চুরি ঘটনা ভিডিও ফুটেজ দেখে থানা পুলিশ প্রশাসন পরিদর্শন করে এবং তানভীর টেলিকম প্রোপাইটর মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে থানায় চুরি মামলা রুজু করেন । পুলিশ তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ২ মাস পর চোরের সন্ধান পাওয়া যায় । এতে ব্যবসায়ীদের মাঝে হতাশা দেখা দেয় । পরে আর ও তথ্য প্রযুক্তি মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় এবং বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি মোবাইল স্মার্ট ফোন সেট শহরের খাঁজা গার্ডেন সিটি ইরা ফোন দোকান রয়েছে । এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মোহাম্মদ খলিলুর রহমান জানান , বিষয়টি নিয়ে কাজ চলছে ।