নন্দীগ্রামে ৪ ক্লিনিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ৩:১৭ পূর্বাহ্ণ, জুলাই ৮, ২০২৩

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :  বগুড়ার নন্দীগ্রাম শহরের ৪ ক্লিনিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলামের ভ্রাম্যমাণ আদালত ফাতেমা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ৫০ হাজার, রোকেয়া জেনারেল হাসপাতালে  ৩০ হাজার, নিউ মডেল ক্লিনিকে ৩০ হাজার ও হেলথ কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম বলেন, লাইসেন্স নবায়ন  না থাকা, সার্বক্ষণিক ডাক্তার না থাকা, অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা, অপারেশন থিয়েটার ও প্যাথলজি অপরিস্কার রাখার দায়ে ওই ৪ ক্লিনিক মালিকের  অর্থদণ্ড করা হয়েছে।

সেসময় উপস্থিত ছিলেন, মেডিকেল এক্সপার্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার এসআই তারিকুল ইসলাম ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সহকারী হেলাল উদ্দিন।




error: Content is protected !!