নবীগঞ্জে বিশিষ্ট আইনজীবী এডভোকেট শেখ মো: ইলিয়াস মিয়ার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক প্রকাশ৷ 

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩
নবীগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বাদে রায়ঘর গ্রামের   ও হবিগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সদস্য,কবি ও সাহিত্যিক শেখ মোঃ ইলিয়াস মিয়া (৬৫),তিনি আর আমাদের মধ্যে নেই- ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন৷ তিনি গত ১২ নভেম্বর রবিবার দুপুর ১২টায়  সিলেট একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে  শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন৷ মরহুমের জানাজার নামায পরদিন ১৩ নভেম্বর সকাল ১১টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়৷ এতে দলমত নির্বিশেষে সহস্রাধিক মুসল্লিরা অংশ গ্রহণ করেন,  মৃত্যুকালে তিনির ১ ছেলে ১ মেয়ে, স্ত্রী সহ ভাই বোন অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান৷ তিনির আকষ্মিক মৃত্যুতে হবিগঞ্জ বারের আইনজীবী  সহকর্মী সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷ মরহুমের জানাজার নামাযে অংশ গ্রহণ করে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপণ করে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা এডভোকেট আলমগীর চৌধুরী, জেলা বারের আইনজীবী সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাহিত্যিক সংগঠনের নেতৃবৃন্দ৷ জীবদ্দশায় তিনি  শিক্ষকতা,সাংবাদিকতা, কবি সাহিত্যিক হিসেবে সমাজে অতি সুনাম অর্জন করেছেন,  শেষ পর্যায়ে হবিগঞ্জ আদালতে একজন সিনিয়র আইনজীবী হিসেবে অতি  দক্ষতার সহিত দায়িত্ব পালণ করে গেছেন৷ তাঁর রচিত অসংখ্য  ছড়া, কবিতা রয়েছে৷ এছাড়া রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সংগঠক ও ছিলেন তিনি৷



error: Content is protected !!