জীবননগর পৌরসভার ২,৪,৮,৯ নং ওয়ার্ডে করোনা ভাইরাস শনাক্ত হ‌ওয়ার কারণে ১৪ দিনের লকডাউন ঘোষণা।

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

মাহাম্মুদ হাসান জীবন,জীবননগর প্রতিনিধি(চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গা জেলার জীবননগর পৌরসভার ২,৪,৮,৯নং ওয়ার্ডের অংশ বিশেষে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় রেড জোনের আওতায় নিয়ে এসে বুধবার (২৪জুন) দুপুরে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রেড জোনের মধ্যে রয়েছে জীবননগর পৌরসভার ২ নং ওয়ার্ডের লাভলীপাড়া, ৪নং ওয়ার্ডের বড় মসজিদ সংলগ্ন আকরামের চাউলের দোকান থেকে মহানগর সিনেমা হল ও ভৈরব নদী সংলগ্ন কসাইপাড়া,
৮নং ওয়ার্ডের চুয়াডাঙ্গা–জীবননগর সড়কের তেল মিল মোড় থেকে আঁখ সেন্টারের সামনে ওয়েব ফাউন্ডেশন অফিস ও ৯ নং ওয়ার্ডের ডিগ্রী কলেজ সড়কের মনিরের বাড়ি থেকে মহিলা মাদ্রাসা পর্যন্ত, প্রাথমিকভাবে ১৪ দিনের জন্য এই লকডাউন চলবে।

এসময় উপজেলা প্রশাসন, সরকারি আদেশ নির্দেশনার প্রতি সন্মান রেখে লকডাউন এলাকার বাসিন্দাদের বাহিরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন। অন্যথায় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য কারীদের বিরুদ্ধে দেশের বর্তমান আইনানুগ ব্যবস্থার আলোকে কঠোর ব্যবস্থা গ্ৰহন করা হবে। বলে জানিয়েছেন।

তাছাড়াও লকডাউন এলাকা গুলোতে পুলিশের সদস্য ও স্থানীয় সেচ্ছাসেবকরা কড়া নজরদারিতে রেখেছেন। বলে জানা গেছে।




error: Content is protected !!