কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : কুয়াকাটা সমুদ্র সৈকতে বিজয় দিবস উপলক্ষ্যে ভীড় জমিয়েছে হাজারো পর্যটক। দীর্ঘদিন হরতাল ও অবরোধে পর্যটক শূন্য কুয়াকাটা এখন পর্যটকদের ভাড়ে মুখরিত হওয়ায় হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে আনন্দ উন্মাদনায় মেতেছেন। অনেকেই প্রিয়জনের সঙ্গে সমুদ্রের নোনা জলে সাঁতার কাটছেন। কেউবা আবার বেঞ্চিতে বসে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করছেন। পর্যটকদের ভীড়ে বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ।
যশোর থেকে আসা পর্যটক দম্পতি জলিল-লিবা বলেন, বাচ্চাদের পরীক্ষা শেষ তাই এখানে ঘুরতে এসেছি। অনেক মজা হয়েছে।
বীচ ফটোগ্রাফার মো. জামাল মিয়া জানায়, বেশ কিছুদিন পর্যটক না আসায় জমা টাকা বসে খেয়েছি। আজ পর্যটক দেখে আনন্দ লাগছে।
কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন’র সাধারণ সম্পাদক মোতালেব শরীফ জানান, দীর্ঘ শুন্যতা শেষে কিছু পর্যটক আসায় ব্যাবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি আরো জানান, বছরের এই সময়ে পর্যটক পরিপূর্ণ থাকার কথা থাকলেও রাজনৈতিক অস্থিরতায় ব্যাবসায় খুব মন্দা যাচ্ছে।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, আগত পর্যটকদের নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। তিনি আরো জানান, পর্যটকরা যাতে সমুদ্রের গভীরে না যায় সেজন্য মাইকিং করে তাদের সতর্ক করা হচ্ছে।