প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

শায়েস্তাগঞ্জে বিজয় দিবস পালিত

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ,
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে ,
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিজয় দিবস পালিত
হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
ফারজানা আক্তার মিতার সভাপতিত্বে পুরস্কার বিতরণী আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি
আব্দুর রশিদ তালুকদার ইকবাল।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোহাম্মদ
গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মুক্তা আক্তার, উপজেলা
সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ ভূইয়া, থানার অফিসার ইনচার্জ (ওসি)
মোবারক হোসেন ভূইয়া, ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।
বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রনবীর পাল
চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক চৌধুরী মাহতাব, বীর মুক্তিযোদ্ধা
কাজী গোলাম মর্তুজা, জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুলাহ সরদার, উপজেলা
স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ
নাজিম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাদ বিন জাহাঙ্গীর,
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ ইসমাইল তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা
কনিক চন্দ্র শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উপজেলা খাদ্য
নিয়ন্ত্রক মোঃ রেজাউল সইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী,
সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মাহফুজ মিয়া, উপজেলা আইসিটি কর্মকর্তা
মোঃ কাওছার আহমেদ, অধ্যক্ষ আজিজুল হাছান চৌধুরী শাহীন, অধ্যক্ষ আব্দুল্লাহ
আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল, ফরেস্ট
রেঞ্জার রামকৃষ্ণ ঘোষ, উপজেলা একাডেমিক সুপারভাইজার জগদীশ দাশ তালুকদার,
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফুল ইসলাম প্রমুখ।
দিনব্যাপী তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ,
ক্রীড়া প্রতিযোগীতা, চিত্রাংকন প্রতিযোগীতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ
পরিবারের সদস্যদের সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির
সমাপ্তি হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা,
বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।




error: Content is protected !!