রবিউল ইসলাম সুইট, হিলি, দিনাজপুর প্রতিনিধিঃ
অবৈধ ভাবে ধান ও চালের মজুদের দায়ে দিনাজপুরের হিলিতে একটি সেমি অটো রাইস মিলে ১০ হাজার ও একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ বুধবার (২৪ জানুয়ারী) দুপুর ২ দিকে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এই ভ্রাম্যামান আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অফিসার মঈন উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলা ইয়াসমিন জানান,উপজেলা সদরে শমসের সেমি অটো রাইচ মিলে অবৈধ ভাবে ধান মজুদ ও বরাদ্দের চাল সরকারী খাদ্যগুদামে সরবরাহ না করায় ১০ হাজার টাকা এবং মেসার্স সুমন এন্ড ব্রাদার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ভারত থেকে চাল আমদানি করে গুদামে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি আরো জানান, চলমান চালের অস্থির বাজার নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে।