কোটচাঁদপুর উপজেলায় কিন্ডারগার্টেনের ১১৪ জন শিক্ষক শিক্ষিকার আর্থিক অনুদান দিলেন এমপি চঞ্চল

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ, জুন ২৫, ২০২০

মোঃ আশাদুল ভূঁইয়া,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধিঃ

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সকল কিন্ডারগার্টেন এর ১১৪ জন শিক্ষক শিক্ষিকাদের মাঝে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা করলেন ঝিনাইদাহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য
আলহাজ্জ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।
আজ সকাল ১১ টার দিকে কোটচাঁদপুর পৌরসভায় অবস্থিত দি রেইনবো ইন্সটিটিউট এন্ড প্রি ক্যাডেট স্কুলে আর্থিক সহায়তা প্রোগাম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদাহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি মোঃ নুরুল ইসলাম খান বাবলু, আরোও উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পৌর-আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সহিদুজ্জামান সেলিম সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
এ সময মাননীয় জাতীয় সংসদ সদস্যের সাথে কথা বললে তিনি জানান
বর্তমান মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেকেই কর্মহীন হয়ে পড়েছে, অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারাও অসহায় জীবনযাপন করছে এমনাবস্তায় তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তিনি আরও জানান ভবিষ্যতে যেকোন দূর্যোগে সকলের পাশে দাঁড়াবেন এবং দুহাত এগিয়ে দিবেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শাহাজান আলী।
উক্ত প্রোগাম শেষে এমপি সাহেব কোটচাঁদপুর টু চৌগাছা মেইন রোডের রাস্তার কাজ ঠিকমত হচ্ছে কিনা সেটা পরিদর্শন করেন।




error: Content is protected !!