নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্বাস আলী, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই তারিকুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শেখ মাহফুজুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নন্দীগ্রাম স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর তানভীর হাসান, ওসিসির প্রোগ্রাম অফিসার মোত্তালেব হোসেন, নন্দীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম কামাল, ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মেরাজ মো. নবীউল ইসলাম প্রমুখ।
এ সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলার হাট-বাজার তদারকি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনাসহ সিদ্ধান্ত গৃহীত হয়।